নাটোরে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদক সহ ১৪ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী মেহের আলী (৩৫) নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমান মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার চামটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহের আলী উপজেলার ভাদুর মোড়ের বাসিন্দা বলে জানিয়েছেন র‌্যাব। র‌্যাব- ৫ সিপিসি ২ এর মেজর শিবলী মো¯Íফা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাবের একটি অপারেশন দল লালপুর উপজেলায় টহল দেয়। টহলের এক পর্যায়ে উপজেলার চামটিয়া গ্রামে পৌছালে সেখানে কয়েকজনকে একসাথে দলবদ্ধ হয়ে থাকতে দেখে র‌্যাবের দল সেদিকে অগ্রসর হলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়ে। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়ে। এতে মেহের আলী গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মেহের আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। র‌্যাব জানায়, মেহের আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদক সহ ১৪ টি মামলা চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।