শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কবীর উদ্দীন ৩টি জবাই করা হরিণ ও সরঞ্জামসহ ১ চোরা শিকারীকে আটকের পর উৎকোচে বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে বনজীবীরা জানিয়েছেন। বনজীবীরা জানান, গত শনিবার দিবাগত রাতে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার কেএম কবীর উদ্দীন গোপনে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ বড় কেয়াখালী খালে অভিযান চালালে শিকারীরা বনবিভাগের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় ১ শিকারী বন বিভাগের হাতে ধরা পড়ে। শিকারীদের নৌকা তালাশী করে ৩টি জবাই করা হরিণ ও শিকারের সরঞ্জাম উদ্ধার করেন। ধৃত ব্যক্তি হল দাতিনাখালী গ্রামের মৃত মালেক সানার ছেলে গনি সানা (৫০)। অপর শিকারীরা নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। কয়েক ঘন্টা আটক রাখার পর মোটা অংকের উৎকোচের বিনিময়ে জবাই করা হরিণসহ আটককৃত শিকারীকে মুক্তি দেয়। এ ব্যাপারে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কেএম কবীর উদ্দীনের সাথে কথা বললে তিনি তা অস্বীকার করেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …