ক্রাইমবার্তা র্রিপোট: আশাশুনিতে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের নাশকতা পরিকল্পনার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কমপক্ষে ৬০ জন পালিয়ে গেছে। এব্যাপারে থানায় নাশকতা মামলা রুজু করা হয়েছে দাবী পুলিশের।
পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথ জানান, সোমবার রাতে উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামে গোদাড়া আল মাদানি দাখিল মাদরাসার নীচ তলায় জামায়াতে ইসলামি ও বিএনপি নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির পরিকল্পনা বৈঠক করছিলেন। খবর পেয়ে ওসির নির্দেশনা মত এসআই নয়ন চৌধুরী, হাসানুজ্জামান, মঞ্জুরুল ইসলাম, প্রদীপ কুমার, পিএসআই আঃ রাজ্জাক, এএসআই আলমগীর, কবির হোসেন ও সরজিৎ কুমার পরিকল্পনা সভায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও জামাতের রোকন ও হাড়িভাঙ্গা নাশকতা মামলার আসামী শোভনালী গ্রামের মৃত আঃ জব্বার গাইনের পুত্র কফিল উদ্দিন গাইন (৬৪), শোভনালী ৯নং ওয়ার্ড জামাতের সভাপতি ও ৪টি নাশকতা মামলার আসামী বৈকরঝুটি গ্রামের জালাল উদ্দিন সরদারের পুত্র আহসান হাবিব (৪২), কুল্যা ইউনিয়ন বিএনপি সেক্রেটারী গুনাকরকাটি গ্রামের আজিবার রহমান গাজীর পুত্র ইউপি সদস্য ইব্রাহিম গাজী ও শোভনালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিসানী গ্রামের ছবেদ আলি গাইনের পুত্র তাহমিদ গাইনকে (৪৫) গ্রেফতার করেন। এব্যাপারে এসআই নয়ন চৌধুরী বাদী হয়ে গ্রেফতারকৃতদের এবং পলাতক ৬০ জনকে আসামী করে নাশকতা মামলা ১৬(৮)১৮ রুজু করেছেন।
অাটককৃত সদস্যদের পরিবারের দাবী উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে অাটক করে পুলিশ।