কলারোয়ার বোমার সরাঞ্জমসহ বিএনপি জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক !

ক্রাইমবার্তা র্রিপোট:কলারোয়া:   কলারোয়ার কয়লায় নাশকতা  অভিযোগে  বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটকদের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪০/৫০জনের নামে একটি মামলা হয়েছে।যার নং- ২১/২৮২, তারিখ- ২৮ আগস্ট, ২০১৮; জি আর নং-২৮২/১৮, তারিখ- ২৮ আগস্ট, ২০১৮। ধারা- ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; তৎসহ ১৫(৩)/২৫-D ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন।

থানা সূত্রে জানাযায়, ২৮ আগস্ট মঙ্গলবার ভোর সাড়ে ৫টার  দিকে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা উপজেলার কয়লা হাইস্কুলের বারান্দায় নাশকতার পরিকল্পনার করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ওই নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টাকালে পুলিশ সেখান থেকে ১৫জনকে আটক করে।

এ সময় ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত ককটেল বোমার অংশ বিশেষ, ৬টি লাল রঙের কসটেপ টুকরা, ৫টি কাচের খন্ড, ৬টি লোহার জালের কাটি, ৪টি জর্দার কৌটার অংশ বিশেষ, দুই হাত লম্বা বিশিষ্ট ৭টি বাঁশের লাঠি, ৫পিস প্লাস্টিকের চেয়ার ভাঙ্গা টুকরা, ৩টি আধা পোড়া টায়ার উদ্ধার করে।করা হয় বলে পুলিশের দাবী।

আটককৃতরা হলো,জালালাবাদ গ্রামের মৃত-মোজাহার গাজীর ছেলে দাউদ আলী (৫৫), একড়া গ্রামের আফজার আলী মোড়লের ছেলে জাহাাঙ্গীর হোসেন (৩৫), ঝাপাঘাট গ্রামের মৃত আক্কাস সরদারের ছেলে কুরবান আলী (৫০), খোর্দ্দ-বাটরা গ্রামের আতিয়ার গাজীর ছেলে কামরুল (৩০), কয়লা গ্রামের মৃত তারিব গাজীর ছেলে আব্দুল জলিল (৫০), বাঘাডাঙ্গা গ্রামের কাশেম আলীর ছেলে শাহাজাহান আলী (৪৫), দক্ষিণ মুরারীকাটি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জায়নাল শাহাজী (৩৮), লোহাকুড়া গ্রামের এরশাদ আলী সরদার বাবুর ছেলে শাহাজাহান হাজী (৪০), রামভদ্রপুর গ্রামের মৃত আলহাজ্ব মহিউদ্দীন আনছারীর ছেলে হেলাল আনছারী (৫০), দেয়াড়া গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে জিয়াউর রহমান শেখ (৩৮), ওফাপুর গ্রামের আমিন উদ্দীন মোড়লের ছেলে ওজিয়ার রহমান (৪৭), একই গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে সিরাজুল ইসলাম (৬৫), একই গ্রামের মৃত শেখ সিরাজুলের ছেলে মনিরুজ্জামান (৪৫), একই গ্রামের নিজাম উদ্দীন শেখের ছেলে শফিকুল ইসলাম (৩৭) এবং কেরালকাতা গ্রামের মৃত ইফাতুল্যার ছেলে আব্দুল গফ্ফার (৫৫)।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদ জানান,আটকদের দুপুরে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

অাটককৃত ব্যক্তরি পরিবারের কয়েক জনের সাথে কথা হয়,তারা জানান, বিভিন্ন স্থান থেকে অাটক করে পুলিশ নাশকতার মামলা দিয়েছে। উপজেলা   বিএনপি-জামায়াতের নেতারা জানান, অাগামিতে প্রহশনের নির্বাচন করতে বিএনপি-জামায়াতের সক্রিয় নেতা কর্মীদের অাটক করেছ পুইলশ।

Check Also

বাংলাদেশে একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি: মুহাঃ ইজ্জতউল্লাহ

সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জতউল্লাহ বলেছেন, প্রত্যেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।