রাজশাহীতে বিএনপি কার্যালয় ভাংচুর: ছাত্রদলের ৯ ইউনিটের নতুন কমিটি স্থগিত

ক্রাইমবার্তা র্রিপোট:রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এবার ব্যাপক ভাংচুর চালাল পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। মহানগরীর ছয়টি থানা এবং তিনটি কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিতরা সোমবার দুপুর ১২টায় দিকে এ ভাংচুর চালায়। কার্যালয়ের চারটি জানালার কাচ এবং প্রায় ২০টি প্লাস্টিকের চেয়ার ভাংচুর করা হয়েছে। এ সময় কয়েকটি টেবিল উল্টে দেয়া হয়।

এ হামলার সময় মহানগরীর মালোপাড়া এলাকায় ভুবনমোহন পার্ক সংলগ্ন বিএনপি কার্যালয়ে ছাত্রদলের নতুন কমিটিগুলোর নেতাকর্মীরা সভা করছিলেন। এ সময় রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন বলেন, গত রাতে মিনু ভাই (বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু) সভা করার জন্য আমাদের বিএনপির মহানগর কার্যালয়ে বসতে বলেছিলেন। সে অনুযায়ী আমরা বসেছিলাম। তখন লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে আমাদের বের করে দিয়ে কার্যালয়ে ভাংচুর চালানো হয়। তিনি বলেন, যারা হামলা করেছেন তারা ছাত্রলীগের সঙ্গে মেলামেশা করেন। হামলায় কতিপয় যুবদল নেতা এবং অছাত্ররাও ছিলেন। পদবঞ্চিতরা তাদের এনে হামলার ঘটনা ঘটিয়েছেন।

শনিবার নগরীর বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গা ও চন্দ্রিমা থানা এবং রাজশাহী কলেজ, সিটি কলেজ ও নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করে মহানগর ছাত্রদল। এসব কমিটিতে পদ না পেয়ে রোববার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে তালা দেন। পরে বিকালে নতুন কমিটির নেতারা তালা ভেঙে পরিচিতি সভা করেন।

মহানগর ছাত্রদলের ৯টি ইউনিটের নতুন কমিটি স্থগিত : রাজশাহী মহানগর ছাত্রদলের নয়টি ইউনিটের নতুন কমিটি স্থগিত করা হয়েছে। কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার পর ঘোষণার দু’দিনের মধ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সোমবার সন্ধ্যায় মহানগর ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৯টি ইউনিটের নতুন কমিটি স্থগিত করা হয়েছে।

মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানগর ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ছয়টি থানা ইউনিট কমিটি অনুমোদন দেয়া হয়। কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এ নতুন কমিটিগুলো সাময়িকভাবে স্থগিত করা হল।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।