এশিয়া কাপে নিজেদের এগিয়ে রাখলেন সৌম্য

ক্রাইমবার্তা রির্পোটঃ আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলংকা ক্রিকেট দল। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে অসাধারণ ক্রিকেট খেলছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। গত জুনে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মগজধোলাই হয় বাংলাদেশ। যে কারণে এশিয়া কাপেও আফাগানিস্তানকে বড় প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

তবে এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হওয়ায় নির্ভার বাংলাদেশ দল। জাতীয় দলের টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার এশিয়া কাপে শ্রীলংকা এবং আফগানিস্তানের চেয়ে নিজেদেরকেই এগিয়ে রাখছেন।

বুধবার মিরপুরে অনুশীলন শেষে জাতীয় দলের তারকা ক্রিকেটার বলেন, এটা ৫০ ওভারের খেলা। বোলারকে দেখেশুনে খেলার সুযোগ পাওয়া যায়। এশিয়া কাপে ভালো খেলার ব্যাপারে আমরা আশাবাদী। নিজেদের সেরাটা খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষে আসবে।

সৌম্য আরও বলেন, অবশ্যই ব্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে রাখব। সম্প্রতি আমরা যেভাবে ওয়ানডে ফরম্যাটে খেলছি তাতে আমাদের ব্যাটিং শ্রীলংকা এবং আফগানিস্তানের তুলনায় অনেক ভালো। ওয়ানডে কিভাবে খেলতে হয়, এখন আমরা সেটা জানি।

উল্লেখ্য, যথাযথ প্রস্তুতি শেষে আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপে অংশ নিতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।