ক্রাইমবার্তা রির্পোটঃ মালয়েশিয়ায় ভ্রমণ ভিসায় এসে নাইটক্লাবে অবৈধ কাজ করার অপরাধে চার বাংলাদেশিসহ ১৬২ নারীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
২৯ আগস্ট কুয়ালালামপুরের আদালতের বিচারক হারিদশাম মোহাম্মদ ইয়াসিনের আদালত দোষী সাব্যস্ত করে ১৬২ জনকে ২৫-৩০ দিন পর্যন্ত কারাদণ্ড প্রদান করেন।
দোষীদের মধ্যে চার বাংলাদেশি ছাড়াও ১৫২ থাইল্যান্ড এবং অন্যরা কোরিয়া ও লাওসের নাগরিক।
পুলিশ জানায়, ৩ আগস্ট রাত সাড়ে ১১টার সময় জালান কিলাং লামার তিনটি নাইটক্লাবে অভিযান চালিয়ে দেহব্যবসার অভিযোগে ১৬২ জনকে গ্রেফতার করে পুলিশ।