বিজিবি ভারতীয় চা আটক করায় ভোমরায় প্রতিবন্ধীদের রাস্তা অবরোধ

আলিপুর প্রতিনিধি: ভারত থেকে চোরাইপথে আসা চা ভোমরা বিওপির বিজিবি সদস্যরা আটক করায় প্রতিবন্ধীরা বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোমরা-সাতক্ষীরা সড়ক অভরোধ করে। এতে বন্দরের মালামাল বহন ট্রাকগুলোর দীর্ঘ লাইন লেগে যায়। এব্যাপারে সুবেদার শাহজাহান জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ভোমরা বাজারের মধ্য থেকে প্রতিবন্ধী সিদ্দিক তার ভ্যানে করে ২০ প্যাক ভারতী চা নিয়ে আসছিল। যার কোন দোকানী রশিদ বা প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। উপস্থিত বিজিবি সদস্য তার নেতৃত্বে অবৈধভাবে আসা ওই ভারতীয় চা’র প্যাকেটগুলো আটক করেন।
ঘটনার পরপরই বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০/৫০জন প্রতিবন্ধী ভোমরা-সাতক্ষীরা মেইন সড়ক নবাতকাটি এলাকা অবরোধ করে। এতে স্থলবন্দরের ট্রাক চলাচলে বিঘœ ঘটে। পরে এসআই ইসরাফিল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে সড়ক চলাচল স্বাভাবিক হয়। খবর শুনে ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান। তিনি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, বৈধ কাগজপত্র ছাড়া কোন প্রকার ভারতীয় মালামাল এদেশের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না। নো টলারেন্স। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিএ-এফ এসোসিয়েশনের সভাপতি নওশাদ দেলওয়ার রাজু, সহ-সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম। সিএ-এফ নেতৃবৃন্দরা জানান, যে কোন সমস্যাার কারণে রাস্তা অবরোধ করা যাবে না। কারণ এই বন্দর থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়। কিন্তু রাস্তা অবরোধের ফলে বন্দরের এক্সপোর্ট ইমপোর্টে ব্যাঘাত ঘটে। যা আসলেই দু:খজনক।

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।