বেনাপোল প্রতিনিধি:বেনাপোল চেকপোষ্ট নোম্যান্সল্যান্ড থেকে দুই রাউন্ড গুলিসহ খাইরুল ইসলাম (৪৫) নামে একজন গুলি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সে বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া গ্রামের মৃত প্রিয় ফকিরের ছেলে।
শুক্রবার সকালে তাকে আটক করে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে বেনাপোল চেকপোস্টের খাইরুল ইসলাম নামে একজন কুলি বিস্কুটের প্যাকেটের মধ্য করে বেশ কিছু গুলি ভারতে পাচার করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের হাবিলদার কেরামত আলী সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অভিযান পরিচালনা করে সন্দেহজনক ভাবে বিস্কুট ভর্তি একটি পলিথিন সহ খাইরুল ইসলাম নামে একজন কুলিকে আটক করা হয়।পরে ক্যাম্পে নিয়ে তার হাতে থাকা বিস্কুটের প্যাকেট তল্লাশি করে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন দুই রাউন্ড গুলিসহ একজন কুলি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।