ক্রাইমবার্তা র্রিপোট: সাতক্ষীরা: জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে এড.হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কামালনগরের বাসা থেকে ইটাগাছা পুলিশফাঁড়ির কর্তব্যরত পুলিশ অফিসার তাকে আটক করে। পরে রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর থানা হাজতে তাকে রাখা হয়।
এড.হাফিজুর রহমান সাতক্ষীরা কোটে ওকালতির পেশায় কর্মরত ছিলেন। তার মুহরী সুলাইমান জানান, এড.হাফিজুর রহমানকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। কোন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি ছিল না। তিনি দেবহাটা উপজেলার শীবনগর গ্রামের রাজব অালীর ছেলে।
আজ সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর থানায় ডিউটিরত পুলিশ সদস্য জয়দেব আটকের বিষয়টি নিশ্চিত করেন। সকালে স্থানীয় এক হোটেল ব্যবসায়ী রজব আলী এড.হাফিজুর রহমানকে থানাতে সকালের নাস্তা দিতে যান। তখন এড.হাফিজুর রহমান জানান,দুই জন সাংবাদিক তাকে ধরাতে পুলিশকে চাপ প্রযোগ করেন। পুলিশ বাধ্য হয়ে তাকে আটক করে। সাতক্ষীরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার বিরুদ্ধে থানাতে মামলা রয়েছে।
এড.হাফিজুর রহমান জামায়াতের মামলায় পরিচালনা করতো বলে অভিযোগ রয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …