দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ আলাউদ্দিন হত্যা মামলার বিচার বাস্তবায়ন করতে সংগ্রাম কমিটি গঠন

ক্রাইমবার্তা র্রিপোট: সাতক্ষীরা: সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ স ম আলাউদ্দিন হত্যা মামলার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স ম আলাউদ্দিন মিলনায়তনে প্রয়াত এই সম্পাদকের ৭৪তম জন্মদিন ও হত্যা মামলা সংক্রান্ত মতবিনিময় সভা এ কমিটি গঠন করা হয়।
সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সাতক্ষীরা ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট এসএম হায়দার আলী, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওসমান গনি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকদের গুলিতে নিহত হন দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ স ম আলাউদ্দিন। এরপর ২২ বছর অতিবাহিত হলেও আজও এ হত্যাকা-ের বিচার পায়নি সাতক্ষীরাবাসী। হত্যা মামলা হলেও তা কোয়াশমেন্ট করে রাখা হয়েছিল দীর্ঘদিন। এর পর বিচার প্রক্রিয়া শুরু হলেও তা প্রভাবিত করতে হত্যাকারীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ মামলায় ন্যায় বিচারের দাবিতে সাতক্ষীরাবাসী ফের রাজপথে নামবে।
সভায় সর্বসম্মতিক্রমে স ম আলাউদ্দিন হত্যা মামলার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি গঠন করা হয়।
কমিটিতে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, জেলা নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদ মো. আব্দুল বারী, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, বাসদ নেতা এড.আজাদ হোসেন বেলাল, জাতীয় পার্টির সভাপতি শেখ আহজার হোসেন, জাসদ নেতা শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেএসডি নেতা সুধাংশু শেখর সরকার, প্রভাষক ইদ্রিস আলী, ভোমরা সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, জেলা সিপিবির সভাপতি আবুল হোসেন, গণফোরামের সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের এড.আল মাহমুদ পলাশ, সাহিত্যিক গাজী শাহজান সিরাজসহ ৩১জনকে সদস্য করা হয়েছে।
এই কমিটি শহীদ স.ম আলাউদ্দিন হত্যা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ স ম আলাউদ্দিন সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, সাতক্ষীরার ভোমরা বন্দর ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা। তিনি তৎকালীন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। #

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।