নয়াপল্টনে মানুষের ঢল

ক্রাইমবার্তা ডেস্ক :

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নয়াপল্টনের জনসভায় মানুষের ঢল নেমেছে। দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। দুপুর ১২ টার দিকেই নেতাকর্মীদের উপস্থিতি একদিকে নাইটিঙ্গেল মোড় অন্যদিকে ফকিরাপুল ছাড়িয়ে যায়। এখন জনসভার উপস্থিতি আরামবাগ, ফকিরাপুল, কাকরাইল, বিজয়নগর পর্যন্ত বিস্তৃত হয়ে।

ঢাকা এবং ঢাকার আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের দিকে যাচ্ছেন। তবে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সকাল থেকেই নেতাকর্মীরা অবস্থান নিয়ে থাকায় ভেতরে প্রবেশ করতে পারছেন না। প্রখর রোদ ও তাপপ্রবাহ উপেক্ষা করে নয়াপল্টনেে অবস্থান নিয়ে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে স্লোগান দিচ্ছেন।

Check Also

১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে; ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।