হযরত আবু হোরায়রা (রা:) হতে বর্ণিত।

হযরত আবু হোরায়রা (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (স)
ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিএ হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমান দান করে মুলত আল্লাহ হালাল তথা পবিএ উপার্জন ব্যতীত দান গ্রহন করেন না, আল্লাহ তায়ালা উত্ত দান স্বীয় ( কুদরতী) ডান হাতে গ্রহন করেন। অতপর মালিক তথা দাতার জন্য তা লালন পালন করেন, যেভাবে তোমাদের কেও নিজের ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে থাকে এক পর্যায়ে সে দান পাহাড়সম আকার ধারন করে 
( বুখারী ও মুসলিম)

Check Also

পবিত্র ঈদুল আযহা : কুরবানীর মাসায়েল, ফজিলত ও শিক্ষা – বিলাল হোসেন মাহিনী

ঈদ এর অর্থ উৎসব বা আনন্দ। আযহার অর্থ কুরবানী বা উৎসর্গ করা। আরবী ‘কুরবান’ শব্দটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।