হযরত আবু হোরায়রা (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (স)
ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিএ হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমান দান করে মুলত আল্লাহ হালাল তথা পবিএ উপার্জন ব্যতীত দান গ্রহন করেন না, আল্লাহ তায়ালা উত্ত দান স্বীয় ( কুদরতী) ডান হাতে গ্রহন করেন। অতপর মালিক তথা দাতার জন্য তা লালন পালন করেন, যেভাবে তোমাদের কেও নিজের ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে থাকে এক পর্যায়ে সে দান পাহাড়সম আকার ধারন করে
( বুখারী ও মুসলিম)
