আজ বাংলা ১৬ই ভাদ্র ১৪২৫, ইংরেজি ২রা সেপ্টেম্বর ২০১৮ রোজ রোববার সকাল ১০টা ৫০ মিনিটে পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্র, পাটকেলঘাটা, সাতক্ষীরা থেকে লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫৩৪৪তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। উক্ত শোভাযাত্রায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বর্তমান এমপি এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, তালা উপজেলা সহকারী ভুমি কমিশনার অনিমেষ বিশ্বাস, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা, সরুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, নগরঘাটা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই, পাটকেলশ্বরী তীর্থক্ষেত্র উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোবিন্দ সাধূ, কোষাধ্যক্ষ হারান পাল, বীরেন্দ্র নাথ মহাতা, নর নারায়ণ ঘোষ, সুশান্ত ঘোষ, দেবাশীষ মজুমদার,বিধান কাশ্যপী, সজল নন্দী,অলিক কুমার পাল প্রমুখ ।এই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দির থেকে আগত শিক্ষার্থী ও কৃষ্ণভক্ত মন্ডলীরা শোভাযাত্রা নিয়ে বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রঙ্গণে মিলিত হয় ।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …