যশোর ব্যুরো: দীর্ঘ দেড় দশক পরে যশোরের বাঘারপাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সাথে যুবদলের পৌর শাখার আহবায়ক কমিটিও অনুমোদন করেছে জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা কমিটি। শনিবার রাতে কমিটি অনুমোদন করেন নেতৃবৃন্দ।
এতে উপজেলা শাখায় আহবায়ক করা হয়েছে যুব নেতা মোঃ এখলাচ হোসেনকে। কমিটির সদস্য সচিব হলেন মোঃ বিল্লাল বিশ্বাস। ৭ জন যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ আবু হোরায়রা আশা, মোঃ শাহীন রেজা, মোহাম্মদ আলী, মোঃ হাফিজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মাহবুবুর রহমান ও মোঃ আসলাম হোসেন। এছাড়া মোঃ আমিনুর রহমানকে সদস্য নং ১ করে মোট ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন জেলা যুবদল সভাপতি এম তমাল আহম্মেদ এবং সাধারণ সম্পাদক আনছারুল হক রানা।
একই সাথে বাঘারপাড়া পৌর শাখার আহবায়ক কমিটিও অনুমোদন দিয়েছেন তারা। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সেলিম রেজাকে আহবায়ক ও মোঃ হিরু আহম্মেদকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।#
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …