রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ : আহত ২২
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সিও বাজার বিডিআর ক্যাম্পের বিপরিতে সালেহীন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের ওপর বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসির বাসের (বগুড়া-ব-১১-০০২৬) সাথে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী গেটলক বাসের (রংপুর-জ-০৪-০০২৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের চারজন মারা যান। নিহতদের মধ্যে এক শিশু, তিনজন নারী এবং একজন পুরুষ।
নিহতরা হলেন, পঞ্চগড়ের সোহেল মিয়ার পুত্র শাহিদ (১০), ঠাকুরগাঁওয়ের আব্দুর রহমান (৬০), নীলফামারীর সৈয়দপুরের আনোয়ার হোসেন স্ত্রী অমিজন (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জের রুবেল মিয়ার স্ত্রী রোকসানা (১৮)। বাকি এক নারীর পরিচয় সনাক্ত হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ঘটনার খবর পাওয়ার পরই স্থানীয়দের সহেযাগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ২২ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায় এবং নিহতদের লাশও সেখানে নিয়ে যায়। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিআরটিসি বাসের যাত্রী সাধন মিয়া জানান, লোকাল গেটলক বাসটি ওই স্থানে ওভারটেক করতে গিয়ে বিআরটিসে বাসের সামনের ডানপশে ধাক্কা দেয়। এতে বিআরটিসির ডান পাশের সম্পূর্ণ অংশ দুমড়ে মুচড়ে যায়।
—০—————
গাজীপুরে ১২ যাত্রী নিয়ে মহাসড়কে উল্টে গেল লেগুনা
গাজীপুর সদর উপজেলায় ভবানীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী একটি লেগুনা উল্টে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে স্থানীয় কাজী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত সবাই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা মোড় হতে একটি যাত্রীবাহী লেগুনা শ্রীপুরের উপজেলার মাওনা চৌরাস্তায় যাচ্ছিল।
সকাল ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় পৌঁছালে লেগুনার চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে চলন্ত অবস্থায় উল্টে যায়। এ সময় লেগুনায় থাকা ১২ জন যাত্রী আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠিয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।