যশোর ব্যুরো: সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শহিদ জয় এবং সাধারণ সম্পাদক পদে আকরামুজ্জামান নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে উৎসবমুখোর পরিবেশে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ৬৭ জন ভোটারের মধ্যে ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সর্বাধিক ৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির জেলা প্রতিনিধি শহিদ জয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন দৈনিক গ্রামের কাগজের চিফ রিপোর্টার এম. আইউব। তিনি পেয়েছেন ১৬ ভোট।
সহসভাপতি পদে জয়ী হয়েছেন যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দনের স্টাফ রিপোর্টার মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজের রিপোর্টার আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক ৭১ টিভির এস এম ফরহাদ, দপ্তর সম্পাদক দৈনিক জনতার ই. আর ইমন, কোষাধ্যক্ষ ফটো সাংবাদিক গালিব হাসান পিল্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি ও নির্বাহী সদস্য নিউ এজ পত্রিকার সাইফুর রহমান সাইফ।
এর মধ্যে সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্য পদে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশন চেয়ারম্যান মোস্তফা রুহুল কুদ্দুস ভোট গণনার পর আনুষ্ঠানিক ফল ঘোষনা করেন। নির্বাচনের কমিশনের অপর দুজন সদস্য সংগঠনের সদস্য নজরুল ইসলাম বুলবুল ও এস এম সোহেল এসমময় উপস্থিত ছিলেন। #
Check Also
আশাশুনির কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস।।আতঙ্কিত এলাকাবাসী
আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত …