শ্যামনগর অফিস: শ্যামনগরের আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে ‘সমৃদ্ধি’ প্রকল্প গুলো পরিদর্শন করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) বাস্তবায়নে সমৃদ্ধি প্রকল্প পরিদর্শন করলেন- পিকেএসএফ উপ-ব্যবস্থাপনা পরিচালক ডঃ মোঃ জসীম উদ্দিন, ডঃ মার্টিন গ্রিলি, ফেলো, ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিস, ইউনিভার্সিটি অব সাসেক্স, যুক্তরাজ্য, ডঃ আসিফ সাহান, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিকেএসএফ ডিজিএম গোকুল চন্দ্র বিশ্বাস, ডিএম মোঃ ফজলা হুসাইন, এনজিএফ নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, পরিচালক মোঃ আলমগীর কবির, হেডঅবএডমিন হুমাইরা লুতফী, সমৃদ্ধি সমন্বয়কারী মোঃ মামুনুর রশিদ প্রমূখ। পরিদর্শনকৃত সমৃদ্ধির প্রকল্প গুলো হল- সমৃদ্ধি পরিচালিত বিদ্যালয়, মক্তব, সমৃদ্ধি বাড়ী, সবজি বাগান, পোল্ট্রি ফার্ম, মৎস্য খামার, কাঁকড়া হ্যাচারী, সামাজিক উন্নয়ন কার্যক্ষেত্র পরিদর্শন, শিক্ষক-ছাত্রছাত্রী, প্রকল্প বাস্তবায়ন কমিটি,এনজিএফ কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা হয়। সিডর ও আইলায় ক্ষতিগ্রস্থ শ্যামনগরে সমৃদ্ধি প্রকল্প যথাযথ কাজ পরিচালিত হওয়ায় হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছেন।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …