মোহাম্মদ হোসেন: জাসদ ছাত্রলীগ সাতক্ষীরা শাখার উদ্যোগে সাতক্ষীরা টিটিসি কলেজে জঙ্গি,মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় সদরের বিনেপোতায় অবস্থিতিত সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছাব্বিরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাসদেও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম, এবং জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশ্রাফ কামাল ।
বিশেষ অতিথির বক্তব্যে সদর থানার অফিসার ইন চার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মাদক ও সন্রাসের বিরুদ্ধে আমি আপোষহীন। আমি যতদিন এ থানায় থাকবো ততোদিন মাদক ও সন্ত্রাশ থাকতে পারবে না। তিনি কঠিন হুশিয়ারী উচ্চারন করে বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা মাদক পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদেরকে পুনর্বাসন করা হবে। তিনি আরো বলেন পুলিশ কখনো চায়না মানুষ অপরাধ করুক আর সেই অপরাধে মানুষকে থানায় নিয়ে যাবে!পুলিশ চায় মানুষ কোনো অপরাধ না করুক। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে। তিনি বিট পুলিশিং কার্যক্রমে সকল শ্রেনীর ও সকল পেষার মানুষের সহযোগিতা কামনা করেন। উক্ত আলোচনা সভায় জাসদ ছাত্রলীগের আরো অন্যান্য নেতা কর্মিরা বক্তব্য দেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …