অাসাদুর রহমানঃ সোমবার রাতে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাংগা মাদ্রাসা ময়দানে ঝাউডাংগা ক্লাব অায়োজিত চার দলীয় ফুটবল খেলার অায়োজন করা হয়। উক্ত খেলায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ১১ নং ঝাউডাংগা ইউনিয়ন পরিষদের চ্যেয়ারম্যান মো: অাজমল উদ্দীন। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মো: রমজান অালী বিশ্বাস। সভাপতি, ১১নং ঝাউডাংগা অাওয়ামিলীগ, মো: রুহুল অামিন, পরিষদ সদস্য, ৫নং ওয়াড। এছাড়াও উপস্থিত ছিলেন যথাক্রমে ইয়ারাব হোসেন, অা: মালেক, সাকিল হোসেন, সহ অন্যন্নরা। খেলায় ঝাউডাংগা জুনিয়র ক্লাব ৪-৩ গোলে চাম্পিয়ন হয়। । খেলা পরিচালনা করেন ঝাউডাংগা ক্লাব এর সদস্য বৃন্দ।
