শ্যামনগরে উঠান বৈঠক করলেন এমপি জগলুল হায়দার#আরএফএল এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন #এনজিএফ কুচিয়া ব্রিডিং খামার ভিত্তি প্রস্তর স্থাপন

শ্যামনগরে উঠান বৈঠক করলেন এমপি জগলুল হায়দার

শ্যামনগর অফিস ঃ গত সোমবার শ্যামনগরের কাশিমাড়ীর শংকরকাটিতে সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারে উঠান বৈঠক করলেন সাতক্ষীরা ৪ আসনের এমপি জগলুল হায়দার। প্রধান অতিথি এমপি জগলুল হায়দার বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, দেশের সকল সেক্টরে উন্নয়নের জোয়ার বহমান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করলে এ উন্নয়নের ধারা অব্যহত থাকবে। কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী শমসের ঢালীর সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা আব্দুল আলিমের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, প্রভাষক ওলিউর রহমান, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি আবুল হোসেন, রহমতপুর নবযুগ হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, শংকরকাটি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্যরা আব্দুস সাত্তার সরদার, আব্দুল আজিজ, আলহাজ্জ্ব আব্দুল মাজিদ সরদার, আব্দুল হক সরদার, আব্দুল কাদের সহ কাশিমাড়ীর সকল ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদকবৃন্দ।

শ্যামনগরে আরএফএল এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

শ্যামনগর অফিস ঃ শ্যামনগরে বঙ্গবন্ধু সুপার মার্কেটে মেসার্স আনিকা এন্টারপ্রাইজের আওতায় আরএফএল এক্সক্লুসিভ শো-রুম শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর শো-রুমটি শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পি.পি এডঃ এস,এম জহুরুল হায়দার বাবু। মেসার্স আনিকা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ আনিছুর রহমান (আনিছ) এর পরিচালনায় এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এস,এম আফজালুল হক, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রধান শিক্ষক ড. মুহাঃ আব্দুল মান্নান, প্রভাষক গাজী নূর মোহাম্মদ বুলবুল, উপজেলা কৃষকলীগ সভাপতি মুনজুর এলাহী, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, আরএফএল এর সিনিয়র ম্যানেজার রাশিদুল হাসান, জোনাল ম্যানেজার মোঃ আয়ুব আলী, সেল্স অফিসার শরিফুল ইসলাম প্রমুখ। শো-রুমটিতে আরএফএল গ্যাস স্টোর, কিচেন সিংক, প্রেসার কুকার সহ বিভিন্ন দ্রব্যাদী অতিথিবৃন্দ ও ক্রেতারা দেখে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেন। ১৯৮১ সাল থেকে আরএফএল এর অগ্রযাত্রা শুরু হলেও শ্যামনগরে এই প্রথম এধরনের শো-রুম উদ্বোধন হওয়ায় এলাকাবাসি কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

শ্যামনগরে এনজিএফ কুচিয়া ব্রিডিং খামার ভিত্তি প্রস্তর স্থাপন

শ্যামনগর অফিস ঃ শ্যামনগরের আটুলিয়ায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন প্রধান কার্যালয় সংলগ্ন এনজিএফ কুচিয়া ব্রিডিং খামার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর এলআইএফটি কর্মসূচীর আওতায় কুচিয়া ব্রিডিং খামার ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন পিকেএসএফ উপ-ব্যবস্থাপনা পরিচালক ডঃ মোঃ জসীম উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ মার্টিন গ্রিলি, ফেলো, ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিস, ইউনিভার্সিটি অব সাসেক্স, যুক্তরাজ্য, ডঃ আসিফ সাহান, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিকেএসএফ ডিজিএম গোকুল চন্দ্র বিশ্বাস, ডিএম মোঃ ফজলা হুসাইন, এনজিএফ নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, পরিচালক মোঃ আলমগীর কবির, হেডঅবএডমিন হুমাইরা লুতফী, সমৃদ্ধি সমন্বয়কারী মামুনুর রশিদ প্রমূখ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আর্থিক ও কারিগরী সহযোগিতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) বাস্তবায়নে এ প্রকল্পটি কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া গত সোমবার ও মঙ্গলবার তারা সমৃদ্ধি কর্মসূচীর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন।

 

 

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।