যশোর এম এম কলেজে  অগাস্ট কোঁৎ এর ১৬১ তম মৃত্যুবার্ষিকী পালিত

মো:দেলোয়ার হুসাইনঃ যশোরঃ  এম এম কলেজের অায়োজনে ও  সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্দ্যোগে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোঁৎ এর ১৬১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ  উপলক্ষ্যে অাজ কলেজ ক্যাম্পাসে এক  আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভার শুরুতে অতিথিরা আসন গ্রহণ করেন। পরে পবিত্র কোরান,  ও গীতা পাঠ করা হয়। এর পর অগাস্ট কোঁৎ এর আত্মার শান্তির জন্য এক মিনিট নিরাবতা পালন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগ এর প্রধান প্রফেসর সুধীর রঞ্জন নাথ।আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সহযোগী অধ্যপক ড.খ.ম.রেজাউল করিম ও প্রভাষক মো:হামিদুল হক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মুহাম্মদ কামরুল এনাম আহমেদ, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অগাস্ট কোঁৎ এর অবদান না থাকলে আমরা সমাজবিজ্ঞান পড়তে পারতাম না।আলোচক বৃন্দ তাদের আলোচনাতে কোঁৎ এর জীবনী ও তার অবদান সম্পর্কে আলোচনা করেন। আলোচনা শেষে সভাপতি তার সমাপনী বক্তব্যে অগাস্ট কোঁৎ কে সমাজবিজ্ঞানের প্রাণ পুরুষ হিসাবে আখ্যায়িত করেন। উক্ত
আলোচনা সভায় বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।