ক্রাইমবার্তা র্রিপোট: আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন সাতক্ষীরা অফিসে গিয়ে র্যালিটি আলোচনা সভায় মিলিত হয়। ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল হান্নান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন সাতক্ষীরার সহকারী প্রকৌশলী মো. মন্জুরুল কবীর, উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, রাজীব চন্দ্র রায়, মো. রুবেল হোসাইন, ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক লীগ (২১৩৮) এর সভাপতি বিকাশ দাস ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম প্রমুখ। জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৮ উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান, দীর্ঘ মেয়াদী বকেয়া আদায়সহ গ্রাহকদের উন্নতমানের সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করবে সাতক্ষীরা অফিস। জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৮ উপলক্ষে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন সাতক্ষীরা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …