ক্রাইমবার্তা র্রিপোট: সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার বকচরা দাখিল মাদ্রাসা থেকে ৯ জন শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মাদ্রাসা চলাকালিন সময়ে সকাল ১১ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,(১) মাওলানা হাফিজুর রহমান,(২) মাওলানা আবুল খায়ের, (৩) মাওলানা আব্দুল হামিদ, (৪) আজম ফারুক, (৫) গোলাম সরওয়ার, (৬) মুজাফ্ফার, (৭) মাওলানা আব্দুস সামাদ (৮) মাওলানা মোজাম্মেল ও (৯) মালানা শাহাদাত হোসেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে তিনজন মহিলা শিক্ষিকা,তিনজন ন্যাশনাল সার্ভিসের শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও আওয়ামী পন্থি এক শিক্ষক রয়েছে।
প্রতিষ্ঠানে কর্মরত ১২ জন পুরুষ শিক্ষকের মধ্যে ৯ জনই আটকের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটকের সময় প্রতিষ্ঠান সুপার রমজান কিছুক্ষণের জন্য প্রতিষ্ঠানের বাইরে থাকায় স্থানীয়দের মাছে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদ্রাসা সুপার জানান, এটা অনাকাঙ্খিত ঘটনা।
আটককৃতদের ছবি তোলার জন্য সাতক্ষীরা সদর থানাতে যায় কয়েকজন সাংবাদিক। তবে পুলিশের পক্ষ থেকে আটককৃতদের ছবি তুলতে নিষেধ করা হয়। বলা হয় যাচাই বাছায় চলছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আটককৃতদের মধ্যে মালানা শাহাদাত হোসেন সদর উপজেলা জামায়াতের আমীর বলে সূত্র জানায়। তবে একটি প্রতিষ্ঠান থেকে এত শিক্ষক আটকের ঘটনা দেশে প্রথম।
এদিকে সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের আরো ৫ জন নেতা কর্মীসহ ৫৬ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহষ্পতিবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন,কলারোয়া থানা থেকে ৭ জন,তালা থানা ৫ জন,কালিগঞ্জ থানা ৭ জন,শ্যামনগর থানা ৯ জন,আশাশুনি থানা ৭ জন,দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আবু সাইদ বিশ্বাসঃসাতক্ষীরা
##
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …