ইমরান খান: যশোর: যশোরে সন্তাসীদের ছুরিকাঘাতে যশোর বিজ্ঞান প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের মাছুম (২১) নামের এক ছাত্র গুরুতর আহত হয়েছ।যশোর পৌর পার্কে এ ঘটনা ঘটে। মাছুম মনিরামপুর উপজেলার বালিদা গ্রামের সাইদুরের ছেলে।মাছুমের সহপাঠীরা জানায়,তিন জন যুবক একসাথে অাসছিল তাদের সাইকেল চালানো নিয়ে কথা কাটাকাটি হয় । এক পর্যায় এক যুবক মাছুমকে পিঠে ও বামপায়ে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা মাছুমককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান। তার অবস্থার অবন্নতি হলে কতব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাএক ঢাকায় পাঠিয়ে দেন। তার অবস্থা আশঙ্কা জনক।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …