শ্যামনগর উপজেলা জামাত আমীর নজরুল ইসলামসহ ২জন আশাশুনির বসুখালি থেকে গ্রেপ্তার ককটেল ও জিহাদী বইসহ লিফলেফ উদ্ধার: মামলা

নিজস্ব প্রতিনিধি: জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের অভিযানে শ্যামনগর উপজেলা জামাতের আমীর মাও. নজরুল ইসলাম ও সদরের ফিংড়ী ইউনিয়ন জামাতের আমীর আজহারুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে জেলার আশাশুনি উপজেলার বসুখালি গ্রাম থেকে পলাতক অবস্থায় তাদেরকে আটক করা হয়। অভিযানের সময় পুলিশ ঘটনাস্থল থেকে জিহাদী বই, লিফলেট, জামাতের চাঁদা আদায়ের রশিদসহ ৮টি ককটেল উদ্ধার করে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহারিয়ার হাসান রাতে  জানান, দীর্ঘদিন ধরে শ্যামনগরের জামাত নেতা নজরুল ইসলাম ওই এলাকা থেকে পালিয়ে আশাশুনির বসুখালি এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে আটক করা হয়। একই সময়ে সেখানে থাকা ফিংড়ী ইউনিয়ন জামাতের আমীর আজহারুল ইসলামও পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তাদের নামে ইতোপূর্বে একাধিক নাশকতার মামলা ছিল। বৃহস্পতিবার আটকের পর নাশকতার চেষ্টা ও বিস্ফোরণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।