কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাসহ ৮ জনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় হাসপাতালের কনফারেন্স রুমে আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী অফিসার আব্দুস সুবহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম, আশাশুনী কর্মকর্তা ডাঃ অরুন কুমার, দেবহাটা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সদর হাসপাতালের প্রধান অফিস সহকারী আশেক ই-লাহী প্রমুখ। এ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা আলহাজ্ব ডাঃ শেখ আকছেদুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার মন্ডল, নার্সিং সুপারভাইজার হোসনে আরা খানম, অফিস সহকারী মিলন কৃষ্ণ হালদার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সুকুমার সরকার, জগন্নাথ সরদার, পরিচ্ছন্নতা কর্মী মরিয়ম নেছা ও অফিস সহায়ক শাহাজান আলী ( মৃত) কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …