নবজীবনে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নবজীবন ইনন্সটিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীরা গতকার সকালে জেলা প্রশাসন আয়োজিত র্যালিতে অঙম নেয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় নবজীবন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।পরে সকাল ১১টায় নবজীবন কমিউনিটি সেন্টারে অনুষ্টিত আলোচনা সভায় নবজীবনের নির্বাহী পরিচালক ও নবজীবন ইনন্সটিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান তারেকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মীর ফখরউদ্দীন আলীআহমেদ, নবজীবন ইনন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা বলেন দেশ এগিয়ে যাচ্ছে সুতরাং আমাদের সাক্ষরতা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নাথেকে দেশেকে শতভাগ স্বাক্ষরতার আওতায় আনতে সকলকে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে।শুধুমাত্র আমাদের বাড়ীর সকল সদস্য নয়,বাড়ীর কাজের লোক এমনকি গৃহপরিচারিকা থেকে প্রতিেিবশী পর্যন্ত সকলের সুশিক্ষা দানের জন্য আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। তবেই আগামীতে দেশে শতভাগ সাক্ষরতা অভিযান সফলতা লাভ করবে বলেও মন্তব্য করেন তারা।এসময় নবজীবনের এাডমিন অফিসার মিজানুর বহমান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের মেডিকেল এর বিভাগীয় প্রধান ডাঃ আমিরুল কবির,অহিদুজ্জমান খানসহ সকল শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন । পেসবিজ্ঞপ্তি।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …