ইমরান খান:কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক ও পরিত্যক্ত অবস্তায় একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করেছে।পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ মো: শাহিন ও ইন্সপেক্টর (তদন্ত) শাহাজান আহমেদের নেতৃত্বে রবিবার রাতে পুলিশ ফোস নিয়ে অভিযান চালিয়ে মনোহরনগর গ্রামের লিটন হোসেন (২৪), মাসুদ রানা (২৫), আদালত কতৃক বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভূক্ত অাসামী আওয়ালগাতী গ্রামের আব্দুল গফুর (৪০), ভালুক গ্রামের আক্তার হোসেন (২৪) শুকর আলী বিশ্বাস (৫০) মতিয়ার রহমানকে (৩০) আটক করেছে । একই রাতে কেশবপুর সাগরদাঁড়ি সড়কের দেউলী চৌরাস্তা নামক স্থানে যাএী ছাউনীর পাশে পরিত্যক্ত অবস্তায় একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করে।সোমবার সকালে অাটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Check Also
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন
আহসান হাবীব: শহরঃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা …