কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার হারবাংইউনিয়নের বরইতলী এলাকার এ দুর্ঘটনায়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- চট্টগ্রামের লোহাগড়া উপজেলা আধুনগর এলাকার আহমদ হোসেনের ছেলে খায়ের আহমদ (৪০), কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মনসুর আহমদের ছেলে জহির আহমদ (৩২) ও একই এলাকার সাইফুল আলমের ছেলে আবুল কাশেম (২৭)।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ওসি বখকিয়া আহমেদ চৌধুরী বলেন, দুর্ঘটনার পর চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।
পরে চকরিয়ার ইউনিক হাসপাতালে একজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
স্থানীয়দের বরাতে এসআই নুরুদ্দিন বলেন, লেগুনাটি যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুঘটনা ঘটে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …