: নিজস্ব প্রতিনিধিঃ এসএসসি কৃতি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেছেন,ছাত্র ছাত্রিদের লেখা-পড়ার পাশাপাশি নৈতিক চরিত্র গঠন করতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে মেধাবি শিক্ষার্থিদের বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে শহরের ৫নং ওয়ার্ডে অবস্থিত সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার। প্রতিষ্ঠানটির হেডমাষ্টার আবু তাহেরের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে সেহেলী সফিক, সুমিন সাদিক, জাফিনা ফরিদ, আবুল খায়ের,রুহুল আমিন, জাহিদুর রহমান, আব্দুল গফফর, আব্দুল মালেক, শাহানারা খাতুন সহ অনেকে বক্তব্য রাখেন।প্রধান অতিথি জেলা প্রশাসক সোহাম্মদ ইফতেখার হোসেন আরো বলেন,শিক্ষায় জাতির মেরুদন্ড। মেরুদন্ড ছাড়া যেমন একটি প্রাণী সোজা হয়ে দাড়াতে পারে না তেমনি শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। প্রকৃত শিক্ষা একটা জাতিকে জাগিয়ে তুলতে পারে। নিজেদের নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে একটি সুন্দর জাতি তারা উপহার দিতে পারে। তিনি বেশি বেশি জ্ঞান অর্জন ও প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। মাষ্টার রুস্তম আলী ও আব্দুল হক সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।–আবু সাইদ বিশ্বাসঃ ১১/৯/১৮
————-0———————-
ক্রাইমবার্তা রির্পোটঃসাতক্ষীরাঃ সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি কৃত্তি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অাজ দুপুর দুইটার দিকে শহরের ৫নং ওয়ার্ডে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব মাঠে এ উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশিসক মোহাম্মদ ইফতেখার হোসেন। প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা অাক্তার। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল অাবু তাহেরের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে সেহেলী সফিক,সুমিন সাদিক,জাফিনা ফরিদ,অাবুল খায়ের,রুহুল অামিন,জাহিদুর রহমান,অাব্দুল গফফর, অাব্দুল মালেক,শাহানারা খাতুন সহ অনেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক সোহাম্মদ ইফতেখার হোসেন বলেন,শিক্ষায় জাতির কান্ডারি। পকৃত শিক্ষা একটা জাতিকে জাগিয়ে তুলতে পারে। নিজেদের নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে একটি সুন্দর জাতি তারা উপহার দিতে পারে। তিনি বেশি বেশি জ্ঞান অর্জন ও প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। রুস্তম অালী ও অাব্দুল হক সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।