যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর শাহাবুদ্দিন সর্দার ইন্তেকাল করেছেন। সোমবার রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
পারিবারিক সূত্র জানিয়েছে, শাহাবুদ্দিনের বুকে হঠাৎ ব্যথা অনুভূত হলে তাৎক্ষণিক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ দুপুরে সাবেক এই ইউপি সদস্যের পৈত্রিক ভিটা রায়পুর ইউনিয়নের কয়ালখালী গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি রায়পুর ইউনিয়ন পরিষদের ২নং কয়ালখালী ওয়ার্ড থেকে দুই মেয়াদে মেম্বর নির্বাচিত হয়েছিলেন। তার একমাত্র ছেলে, স্ত্রী, মা, বাবাসহ আত্মীয় স্বজন রয়েছে। #
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …