চকরিয়ায় ফের সড়ক দুর্ঘটনা, আ’লীগ নেতাসহ নিহত ৪

ক্রাইসবার্তা ডেস্করির্পোটঃকক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের একদিন পরই টমটম ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

বুধবার সকাল সাড়ের ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে হারবাংয়ে ইনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়ায় হারবাং ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের (৫০), হারবাং মুসলিমপাড়া এলাকার আবদুল সাত্তারের ছেলে তাজউদ্দিন (২৫)। তবে নিহত এক নারী (৪৭) ও তার মেয়ের (৮) পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচাজ নূর-এ-আলম পলাশ জানান, কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে হারবাংয়ে ইনানী এলাকায় বিপরীতমুখী একটি টমটমের সঙ্গে ওই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং আহত হন অন্তত পাঁচজন।

আহতদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে টমটম চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Check Also

সব বিতর্ককে ছাপিয়ে সত্যিকারের মেজর ডালিম নিজেই ছিলেন উপস্থিত

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।