ক্রাইসবার্তা ডেস্করির্পোটঃ
ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার বেলা ১০টা ৫৪ মিনিটের দিকে এ কম্পন ঘটে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আরো পড়ুন :
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হারিয়ানায় বুধবার সকালে একটি মাঝারি আকারের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর সিনহুয়া’র।
আজ সকালে রাজ্যের ঝজজর জেলায় মাঝারি আকারের ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১।
দুর্যোগ প্রশমন বিভাগের এক কর্মকর্তা বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ঝজজরে এটা এ সপ্তাহে দ্বিতীয় ভূমিকম্প। এর আগে রোববার ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়।
মিয়ানমারে ভূমিকম্প
মিয়ানমারের দক্ষিণ উপকূলের কাছে বৃহস্পতিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। আবহাওয়া বিভাগ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুনের কবা আয়ি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২৫৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।