হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনাধি।কালিগঞ্জের পল্লীতে বজ্রপাতে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে।এঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছে আরও দুই ছাত্রী।
জানাগেছে, বুধবার ( ১২ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৪ টায় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল গ্রামের আকবর আলী শেখ এর কন্যা ময়না পারভীন (১৪) ও পার্শ্ববর্তী সাইহাটি গ্রামের বিল্লাল হোসেন খান এর কন্যা বিলকিস খাতুন(১৪) বজ্রপাতে নিহত হয়েছে। এসময় সাথে থাকা আরও ২ বান্ধবী আহত হয়। উভয়েই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। বালাপোতা গ্রামের শেখ আব্দুর রহিমের কন্যা আহত রুবিনা পারভীন (১৫) নবম শ্রেণির ছাত্রী এবং নানার বাড়ী থাকা সপ্তম শ্রেণির সাফিয়া খানম (১২) আহত অবস্থায় সাতক্ষীরা হাসপাতালে ভর্তি আছে। আহত ও নিহত সকলেই চাম্পাফুল আচার্য্য মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, আজ বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে তারা চার বান্ধবি একসাথে স্কুলে প্রাইভেট পড়তে যাচ্ছিলো। তারা চম্পাফুল বাজার এলাকায় পৌছালে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ৪ জন আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পাশ্ববর্তী আশাশুনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্য্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিলকীস খাতুনকে মৃত ঘোষণা করেন। বাকী তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থান্তর হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানাগেছে।
###