এস কে সিনহাকে যারা অপমানিত করছে তাদের বিচার হবে: ড. কামাল, অাদালতের ভেতর অাদালত হতে পারে না

ক্রাইমবার্তা ডেস্করির্পোটঃঢাকা: সংসদ বহাল রেখে নির্বাচন কতটা যৌক্তিক সে বিষয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচনকালীন সরকারকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইজীবী সমিতির মিলনায়তনে জাতীয় ঐক্য নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ড. কামাল।
সাংবিধানিক শাসনামলে কারাগারে আদালত বসানো অমূলক বলেও মন্তব্য করেন তিনি।  ড. কামাল বলেন, গণফোরাম সরকারের বিরুদ্ধে নয়, সংবিধানের পক্ষে। তা রক্ষার ঐক্য করতে হবে বলে মন্তব্য করেন এই আইনজীবী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আন্দোলনের মাধ্যমেই সব দাবি আদায় করা হবে।’
আদালত স্থানান্তরের কোন কারণ থাকতে পারেন না উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘জেলখানায় আদালত এটা স্ববিরোধী কথা। জেলখানা জেলখানাই, আদালত আদালতই। জেলখানায় আদালত কেন হলো, কিভাবে হলো, কোন আইনে হলো।’
তিনি আরও বলেন, ‘বেসামরিক শাষণ সাধারণ কনস্টিটিউশনে যখন চলছে, তার মধ্যে তথাকথিত জেলখানায় আদালত গঠন করা হয়। এগুলো কেন করা হয়?’

এস কে সিনহাকে যারা অপমানিত করছে তাদের বিচার হবে: ড. কামাল
, ঢাকা: সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে (এস কে সিনহা) যারা অপমানিত করছে তারা অসভ্য। তাদের বিচার একদিন হবেই।’
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিচারের জন্য কারাগারে
অস্থায়ী আদালত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘জেলখানায় আদালত কাক্সিক্ষত নয়।’
ড. কামাল হোসেন বলেন, ‘কোন কারণে জেলের ভেতর এত নাটক করা হচ্ছে? বেসামরিক সময়ের তথাকথিত জেলখানায় আদালত এখন কাক্সিক্ষত নয়। সামরিক সময়ে কর্নেল তাহেরের বিচারালয় কারাগারের ভেতর স্থাপনও মানুষ ভালো চোখে দেখেনি।’

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।