বিএনপির লোকজন যেন পদ্মা সেতুতে না ওঠে: শাজাহান খান

ক্রাইমবার্তা ডেস্করির্পোটঃ

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপির নেতারা এবং ড. মুহাম্মদ ইউনূস পদ্মা সেতু নির্মাণে অনেক বাধা সৃষ্টি করেছিলেন। তাতে ব্যর্থ হয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন, আমরা নাকি জোড়াতালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ করছি। তাই আমি বলবো, পদ্মা সেতু চালু হলে বিএনপির নেতাকর্মীরা যাতে এই সেতুতে না ওঠে।’

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

শাহাজান খান বলেন, ‘নারায়ণগঞ্জে আসতে ভয় করে। কারণ এখানকার এমপিরা শুধু দাবি করেন। তবে আমি কথা দিচ্ছি, নারায়ণগঞ্জের উন্নয়নে যা যা প্রয়োজন তা আমি করে দেব।’

তিনি বলেন, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান ব্রহ্মপুত্র নদ খনন করা হয়েছে। শীতলক্ষ্যা নদীও খনন করা হবে। পানগাঁওয়ে কনটেইনার পোর্ট নির্মাণ করা হয়েছে। খানপুরে কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হবে। এরই মধ্যে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, যার মধ্যে ছয় কিলোমিটার নারায়ণগঞ্জে। আরও ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে, যার মধ্যে ২৫-৩০ কিলোমিটার হবে নারায়ণগঞ্জে। কাঁচপুর ও মেঘনায় কার্গো টার্মিনাল নির্মাণ করা হবে। দুটি ইকো পার্ক নির্মাণ করা হয়েছে, যার একটি নারায়ণগঞ্জে।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, বিআইডব্লিউটিএর সিনিয়র পরিচালক আবদুল আউয়াল, কাজী ওয়াকিল নওয়াজ, লঞ্চ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাদল প্রমুখ

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।