ক্রাইমবার্তা রির্পোট:সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ মহিলাসহ ৪ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। এসময় তাদের কবজা থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য জব্দ করে পুলিশ। শনিবার দিনের বিভিন্ন সময়ে তাদের আটক করা হয় বলে পুলিশের দাবী। আটককৃত ৪ মাদক ব্যবসায়ী হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের অনান্ত মন্ডলের ছেলে শচিন্দ্র নাথ মন্ডল (২৮),সিংহড়তলী গ্রামে প্রভাত মন্ডলের ছেলে ডাচবাংলা মোবইল ব্যাংকিং এ কর্মরত জগন্নাথ মন্ডল (২৭), হরিনগর গ্রামের সুপদ মল্লিকের ছেলে কৃষ্ণ মল্লিক (২৭) এবং শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের আরিফুজ্জামান সাইলুর স্ত্রী পেশাদার মাদক ব্যবসায়ী সাবিদা খাতুন (৩০)।
থানা সূত্র মতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক শংকর কুমার হরিনগর বাজার থেকে ৩ লিটার মদ সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেন। ধৃত জগন্নাথ মন্ডলের সাথে কথা বলে জানা যায়, কালিগঞ্জ এলাকার বিমলের কাছ থেকে মদ নিয়ে হরিনগর বাজারে কাঁকড়া ব্যবসায়ী সমীরন মন্ডলের কাছে পৌছে দেওয়ার কথা ছিল। কিন্তু পথিমধ্যে পুলিশের হাতে ধরা পড়ে। অপর এক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক আকরাম হোসেন ২৫০ গ্রাম হিরোইন ও ৫২ পিচ ইয়াবা সহ সাবিদা কে আটক করেন। শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Check Also
১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে; ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা …