ক্রাইমবার্তা রির্পোট:সাতক্ষীরা: : সাতক্ষীরায় দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীন হত্যাকারীদের দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৫-০৯-২০১৮) সকাল ১১টায় স. ম আলাউদ্দীন হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক জেলা মুক্তিযোদ্ধা সংদের কমান্ডার মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম,
জেলা জাপার সভাপতি শেখ আজহার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, ওয়ার্কার্স পার্টির নেতা এড. ফাহিমুল হক কিসলু,বাসদ নেতা এড. আজাদ হোসেন বেলাল, জাসদ নেতা অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সম আলাউদ্দীন তনয়া লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, আনসার আলী, ইখতিয়ার হোসেন, স. ম আতিয়ার রহমান প্রমুখ। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের খুনিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবী জানিয়ে বলেন,আলাউদ্দীন ছিলেন সাতক্ষীরার গণমানুষের নেতা। মাটি ও মানুষের নেতা। আধুনিক সাতক্ষীরার রূপকার। অসহায় নির্যাতীত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আজীবন নেতৃত্ব দিয়েছেন স. ম আলাউদ্দীন। চোরাকারবারি গডফাদারদের সাথে তিনি কখনো আপোষ করেননি। ২২বছর ধরে স. ম আলাউদ্দীন হত্যার বিচারের অপেক্ষায় সাতক্ষীরাবাসি। ১৯৯৬ সালের ১৯জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকের কাটারাইফেলের গুলিতে নিহত হত স. ম আলাউদ্দীন। বক্তারা স. ম আলাউদ্দীনের হত্যারকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানিয়ে বলেন, খুনিদের বিচার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। বিচার নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তা সহ্য করা হবে না। বক্তারা সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …