ক্রাইমবার্তা রির্পোট:সাতক্ষীরা: “ট্রাফিক আইন জানুন ও মেনে চলুন, যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত থাকুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা কর্মসুচির মধ্যে ট্রাফিক ক্যাম্পেইন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের খুলনা রোড মোড়ে ট্রাফিক আইন সম্পর্কে জনগনকে সচেতন করতে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে উক্ত ট্রাফিক ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। ট্রাফি ক্যাম্পেইনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) হুমায়ন কবির, সদর সার্কেল মেরিনা আক্তার, বিআরটিএ এর উপ-পরিচালক প্রকৌশলী তানভির আহমেদ, জেলা বিশেষ শাখার পরিদর্শক আজম খান, সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় পুলিশ সুপারের নেতৃত্বে শহরের খুলনা রোড মোড়ে ট্রাফিক আইন সম্পর্কে জনগনকে সচেতন করতে বিভিণœ লিফলেট ও হ্যান্ডবিল বিতরন, ব্যানারসহ মানববন্ধন এবং বিভিন্ন গাড়ির কাগজ-পত্র চেক করা হয়।
উক্ত ট্রাফিক ক্যাম্পেইন থেকে চালক ও সাধারন জনগনকে ট্রাফিক আইন সম্পর্কে ধারনা দেয়া হয় এবং তা মেনে চলা ও যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত থাকার আহবান জানানো হয়।
Check Also
আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।।আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা …