শ্যামনগর সদর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় কাশেম তরফদার (৫৫) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। রোববার সকালে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বয়ারসিং গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি বয়ারসিং গ্রামে মৃত কফিল তরফদারের ছেলে। পুলিশ ইঞ্জিনভ্যান চালক শহিদুল ও ছবিলারকে আটক করেছে।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, ভোরের দিকে মটর ভ্যানে যাওয়ার সময় বিপরিত দিক থেকে কাঠ বোঝাই ইঞ্জিন ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হয় কাশেম তরফদার । উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন সত্যতা নিশ্চিত করেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …