জামিন নামঞ্জুর; জেলা বিএনপির সেক্রেটারি তারিকুল কারাগারে

ক্রাইমবার্তা র্রিপোট:

নাশকতার একটি মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসানের জামিন না মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড: ওসমান গনি জানান, ২০১৬ সালে আশাশুনি থানায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানের নামে একটি নাশকতার মামলা হয়। এ মামলায় দীর্ঘদিন তিনি হাজিরা না দিলে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সোমবার এ মামলায় তিনি সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।