রফিকুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি : তালার জাতপুর বাজারে বিদায়ী বনিক সমিতি ১১ সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়।
স্মারক নং ১৩১২ চিঠিতে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতপুর বাজারে বিদায়ী বনিক সমিতি ১১ সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সকল কার্যক্রম স্থগিত করেন। জেলা প্রশাসকের নির্দেশ মতে তিনি একটি চিঠি ইসু করেছেন যাহা বাজর নির্বাচনের পূর্বে পেরিফেরী সম্পত্তি চিহ্নিত করে সীমান নির্ধারন করে ডিসিআর এর আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে তিন থানা সিমান্ত বর্ডার ঐতিহাসিক জাতপুর বাজারে প্রায় ২ শতাধিক দোকান মালিকরা নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনঃরুদ্ধারের জন্য তালা থানার সদর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সেক্রেটার ও জাতপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মোঃ মোসলেম উদ্দীন মোড়ল, বি এম অজেদ আলী মাষ্টার, যুবলীগ নেতে শেখ রবিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোঃ সবুর জোয়ারদার, এস.এম মনিরুজ্জামান মনি, এস.এম ইমরান, আক্তারুল ও নজরুল খাঁ, সুশান্ত চৌধুরী, সাংবাদিক মাষ্টার রফিকুল ইসলাম গত ২৬ শে আগষ্ট ২০১৮ ইং তারিখে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন এবং তালা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেলের নিকট অভিযোগ দায়ের করেন। তদন্তে অভিযোগ সত্যতা পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাতপুর বাজারের বনিক সমিতির কমিটির নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগীত করে চিঠি ইসু করেন। বিদায়ী বাজার বনিক সমতির সভাপতি ও বাজার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস.এম কামাল উদ্দীন, উজ্জল কুমার সরকার মোক্তার হোসেন মলঙ্গীকে চিঠি দেয় এবং প্রতি স্বাক্ষর করে অফিস কপি নিয়ে যান অফিসের পিওন। গতকাল দুপুর ২টা থেকে রাত ১২ পর্যন্ত বাজারের প্রায় ভোটাররা এবং সুধীজন সচেতন মহল সবার মুখে মুখে গণতন্ত্র পুনঃরুদ্ধারের হাসি। সে সাথে আওামীলীগ নেতা মোঃ মোসলেম উদ্দীনের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং আজবীন মানুষের হৃদয়ে স্বর্নাক্ষর দিয়ে গেথে রাখবে বলে জানায়।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …