মোস্তাফিজুর রহমান :আশাশুনিতে একদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমস্ত্রী প্রফেসর ডা: আ ফ ম রুহুল হকের পৃথক পৃথক জনসভায় হাজারও মানুষের ঢল দেখা গেছে। মঙ্গলবার দিন ভর উপজেলার আশাশুনি থানা মোড় জনতা ব্যাংকের সামনে, বুধহাটা বাস স্টান্ডে, গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা মাঠে, কাদাকাটি বাজারে এবং সর্বশেষ দরগাহপুর বাজারে এ পথ সভার আয়োজন করা হয়। পৃথক পৃথক পখসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা: আ ফ ম রুহুল হক এমপি বর্তমান সরকারের সময়ের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন বিগত ৫০ পঞ্চাশ বছরে বাংলাদেশের যে উন্নয়ন সম্ভর হয়নি বর্তমান সরকারের ১০ বছবে সেটা সম্ভব হয়েছে। কৃষি, স্বাস্থ্য,শিক্ষা, বিদ্যুত, প্রতিরক্ষাসহ প্রতিটি সেক্টরে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। সমগ্র দেশের উন্নয়নের সাথে সাথে সাতক্ষীরা তিন আসনেও অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। আপনারা আমাকে এমপি নির্বাচিত করে দেশনেত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়ে ছিলেন তাই আমি তার কাছে আজ পর্যন্ত যা যা চেয়েছি সবই পেয়েছি। আমি আমাদের জন্য মেডিকেল কলেজ চেয়েছি, উনি আমাদের সাতক্ষীরার জন্য তাই দিয়েছেন। রাংলাদেশের ইতিহাসে একই ইউনিয়নে ম্যাটস এবং আাইটি সেন্টার নেই। কিন্তু আমি প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার কাছে চেয়েছি তিনি সেটিও আমাকে দিয়েছেন। আশাশুনি কলেজ সরকারা করন, আশাশুনি মর্ডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভবন নির্মান, উপজেলার স্বপ্নের বাইপাস সড়ক, বড়দল ব্রিজ, মানিক খালী ব্রিজ, শোভনালী ব্রাজ, দরগাহপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র, প্রতিটি গ্রামে সু-পেয় পানির ব্যবস্থা করন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ফায়ার সার্ভিস কেন্দ্রসহ বহু উন্নয়ন হয়েছে এ সরকারের আমলে। তিনি আরও বলেন আমরা এখন মধ্যম আয়ের দেশ। দেশের এ উন্নয়নকে ধরে রাখতে হলে বার বার দরকার শেখ হাসিনার সরকার। নৌকা উন্নয়নের প্রতিক। তাই দেশের এ অভুতপূর্ব উন্নয়নের জন্য নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন যাদের কাছে দেশের মানুষের জীবনের মুল্য নেই। যারা পুড়িয়ে মানুষ হত্যা করতে পারে তাদের কাছে দেশের উন্নয়ন তো দুরের কথা দেশই নিরাপদ হতে পারে না। পৃথক পৃথক পথ সভায় বক্তব্য শেষে বর্তমান সরকারের সময়ে উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট বিতরন করেন প্রধান অতিথি। পৃথক পৃথক পথ সভায় বক্তব্য রাখেন ও তার সফর সঙ্গি ছিলেন, সাতক্ষীরা ০৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা: মোখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব শাহনেওয়াজ ডালিম, দিপংকর সরকার দ্বীপ, মুজিবুর রহমান, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, জেলা পরিষদ সদস্য এস এম দেলোয়ার হুসাইন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি সামছুল আলম ঢালী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী, উপজলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মাহবুবল হক ডাবলু, উপজেলা যুব মহিলালীগ সভানেত্রী সীমা সিদ্দীকি, আ’লীগ নেতা মোহাম্মদ আলী, আবু ছাইদ ঢালী, আ: জলীল ঢালী, নুরুজ্জামান জুলু প্রমুখ। এসময় কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …