যশোর মনিরাম্পুরে ৩৭ জনের নামে মামলা★

এম এ আলীম (মনিরাম্পুর যশোর):-
যশোর সদর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক  পাগলা শাহিন হত্যার পরপরিমনিরাম্পুরের কাশিমনগর ইউনিয়ানে জামায়াত বি এন পির মোট ৩৭ জনের নামে মামলা হয়েছে।

আলোচিত এ মামলায় কাশিমনগর আঃ মজিদকে প্রাধান আসামী করে মোট ৩৭ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ।

উক্ত ইউনিয়ানের চেয়ারম্যান আহাদ আলী জানন পুলিশ ককর্মকর্তারা  এ তথ্য নিশ্চিত করেছেন যে তারা জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলবে।

গত ১৩ই সেপ্টেম্বর  যশোর মাগুরা সড়কে শালিকা জুট মিলের পেছন থেকে গুলি বিদ্ধ ভাবে মৃত পাগলা শাহিনের লাশ উদ্ধার হয়।

এ হত্যাকাণ্ডের তিন দিন পর মনিরাম্পুর থানায় ৩৭ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন পুলিশ ।

তবে এ হোত্যা কান্ডকে সামনে রেখে মামলা হলেও মুলত মামলা হয়েছে নাসকতার,মামলায় দেখানো হয়েছে আসামীরা কাশিমনগর বাজার কেন্দ্রীক বোমা বিস্ফারণ এর চেষ্টা চালাচ্ছিল বলে ধারনা করা হয়।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।