যশোরে এক হাজার পিস ইয়াবাসহ সরকারী র্কমর্কতা আটক
ক্রাইমবার্তা ডটকম
18/09/2018
যশোর প্রতিনিধি: যশোরে এক হাজার পিস ইয়াবা ,সরকারী র্কমর্কতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার মধ্য রাতে যশোর শহরতলীর ঝুমঝুমপুরের উত্তরপাড়ার রাজুর বাড়ির ভাড়াটিয়া ওই তিনজনকে আটক করা হয়।
আকটকৃতরা হলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এসএম ফরিদ আহমেদ, তামান্না আক্তার পলি ও আল আমিন। যশোর কোতয়ালি থানার ওসি অপূূ্র্ব হাসান জানান, সোমবার মধ্য রাতে যশোর শহরতলীর ঝুমঝুমপুরের উত্তরপাড়ার রাজুর বাড়ির ভাড়াটিয়া ওই তিনজনকে আটক করা হয়।