ক্রাইমবার্তা রির্পোটঃ আককাজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা টু ভোমরা সড়কে লেগুনা সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা অটোরিক্সা, টেম্পু ও ফোর হুইলার হিউমান হলার মালিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে পরিবেশ বান্ধব এ লেগুনা সার্ভিসের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। চালকের ভুলে যেন কোন পথচারীর প্রাণহানী না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে এবং যানজট রোধে যত্রতত্র গাড়ি পার্কিং না করার আহবান জানান।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, জেলা অটোরিক্সা, টেম্পু ও ফোর হুইলার হিউমান হলার মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. জোহর আলী, জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক কাজী মারুফ, জেলা মুজিব সেনা পরিষদের সভাপতি আজিজুর রহমান বাবলু, অর্থ সম্পাদক মনিরুজ্জামান, ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি বাবলু হাসান, সহ-সভাপতি কবিরুল ইসলাম প্রমুখ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …