ক্রাইমবার্তা রির্পোটঃদাপুটে নৈপুণ্যে হংকংকে উড়িয়ে দিয়ে এশিয়ান মেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোতে আসরের কোয়ার্টার-ফাইনালে হংকংকে ৩-০ সেটে হারায় বাংলাদেশ। ‘বি’ পুলের সেরা দল বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের প্রথম সেটে লড়াই শেষে জয় দেখে ২৫-২২ ব্যবধানে। ২৫-২০ পয়েন্টে দ্বিতীয় সেট জিতে নেয় বাংলাদেশ। আর তৃতীয় সেটে তুখোড় বাংলাদেশ দলের বিপক্ষে হংকং তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি। পরিষ্কার ২৫-১৬ ব্যবধানে জিতে জয় নিয়ে কোর্ট ছাড়ে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদী আরব। আন্তর্জাতিক ভলিবলের কোনো আসরে বাংলাদেশ দল সেমিফাইনালে খেলছে এই প্রথম।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …