ক্রাইমবার্তা রির্পোটঃ আককাজ : সাতক্ষীরায় সুরের মুর্ছনা ও কবিতায় তিন দিন ব্যাপি জাতীয় নজরুল সম্মেলন-২০১৮ এর সমাপনী উপলক্ষে কবিতানুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও কবি নজরুল ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ‘বক্তব্যে রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘নজরুল চর্চার মাধ্যমেই সব গোঁড়ামি দূর হবে এবং নজরুল চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে এবং দেশের বিভিন্ন জেলায় জাতীয় কবির স্মৃতিবিজড়িত স্থানগুলোতে এ সম্মেলনের আয়োজন করা হেেয়ছে। নজরুল একাধারে ছিলেন প্রেমের কবি, তিনি ছিলেন বিদ্রাহী কবি । নজরুল নিজেই ছিলেন নিজের শিক্ষক। নজরুল আমাদের প্রেরণা। নজরুল আমাদের পথপ্রদর্শক।’
সমাপনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইন্সিটিটিউটের সচিব আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আসলাম সানী ও নজরুল ইন্সিটিটিউটের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আবদুর রাজ্জাক ভুঞা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে নজরুল সংগীত শিল্পীদের ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।
Check Also
আশাশুনি উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও …